আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় শিকলে বাঁধা তোতাকে দেখতে গেলেন উপজলো নির্বাহী কর্মকর্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ২১:২৭

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ২৩ জুন, এবিনিউজ : ময়মসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছোট ছেলে পাগল তোতা মিয়াকে দেখতে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার।  আজ শনিবার বিকেলে বিদ্যানন্দ উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় ৬ বছর যাবৎ শিকল বাঁধা পাগল তোতা মিয়ার বাড়ীতে গিয়ে খোঁজ-খবর নেন।

এ সময় তিনি তোতাকে ঘরের ভিতরে রাখতে পরিবারের সদস্যদেরকে নির্দেশ দিয়ে বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তোতাকে সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো ও তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ৮ম শ্রেণিতে পড়ুয়া অসহায় তোতা’র মেয়েকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে।

উল্লেখ্য যে, প্রায় ৬ বছর ধরে বড় ভাইদের নির্মম অবহেলায় বিনা চিকিৎসায় গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।  সারাদিন চিৎকার-চেঁচামেচি করে দিনে দু-মুঠো ভাত জোটে কপালে, মাস-বছর পেরোলেও একবার গোসলের ভাগ্য হয় না তার, রুক্ষ এলোমেলো চুল, বহুদিন নিদ্রাহীন দুটি চোখে শুধু শিকল ভাঙার অপেক্ষায় তোতা মিয়া।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ