আজকের শিরোনাম :

স্ত্রীর লাশ মাটিতে, স্বামীর ঝুলন্ত অবস্থায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০০:৪৫ | আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০০:৫৮

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই ঘরের ভেতর থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার বি-চাপিতলা গ্রামের পালপাড়া এলাকা থেকে এ দম্পতির লাশ উদ্ধার করা হয়।

নিহত এ দম্পতি হলেন- উপজেলার বি-চাপিতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৫) ও তার স্ত্রী এবং একই গ্রামের হারুন মিয়ার মেয়ে রুজিনা আক্তার (২৮)।

জানা যায়, ১০ বছর আগে পারিবারিকভাবে রুজিনা আক্তার ও ফারুক মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৩ টি কন্যা সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই সহিদ মিয়া জানান, ‘ফারুক ঢাকায় থাকে। সোমবার রাতে কখন বাড়িতে এসেছে, আমাদের জানা নেই। সকালে ঘুম থেকে ওঠে তাদের বসতঘরে দু’জনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পরে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।’

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, শোবার ঘরে স্বামীর লাশ ঝুলছিল, আর স্ত্রীর লাশ মাটিতে পড়েছিল। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ