আজকের শিরোনাম :

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জনের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ১৩:০৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করার দায়ে আজ মঙ্গলবার সকালে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল সোমবার মধ্য রাত থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চালান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। তার আদালতে আটককৃত দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন মোস্তফা মন্ডল, আক্কেল আলী, বাবু মন্ডল, ইমদাদুল সেক, মান্নান ফকির ও নুরু হরদান। 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অভিযানে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পদ্মার পাড়ে পুড়ানো হয়। 

এ ছাড়াও জেলেদের নিকট থেকে আটককৃত প্রায় ২ মণ ইলিশ জব্দ করে উপজেলার বিভিন্ন এতিমখানার মাঝে বিতরণ করা হয়। 

মৎস্য সংরক্ষণ অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা চরভদ্রাসন থানা পুলিশ। 

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ