আজকের শিরোনাম :

দৌলতপুরে বেসরকারী ক্লিনিকে রোগীর মৃত্যুর অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ১৪:৪৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে আল্লারদান নামক ক্লিনিকে ভুল চিকিৎসায় মন্টু আলী নামে এক রোগী মারা গেছে। রোগী মৃত্যুর পর বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী চিকিৎসক এম এ জামানকে অবরুদ্ধ করে রাখে। 

নিহত মন্টু আলী পার্শ্ববর্তী তারগুনিয়া ফিল্ডপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনরা জানান গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বুকে ব্যাথা নিয়ে মন্টু আলী তারাগুনিয়া বাজারে আল্লারদান নামক ক্লিনিকে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এম এ জামান তার চিকিৎসা শুরু করেন এবং রোগীর স্বজনদের ঐ ক্লিনিকের পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা করতে বলেন। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে দুপুর দেড়টার দিকে মন্টু আলী মারা যায়। হৃদরোগের চিকিৎসক না থাকা সত্ত্বেও  হৃদরোগে আক্রান্ত রোগীকে অযথা এই ক্লিনিকে আটকিয়ে রেখে মেরে ফেলা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। 

এ ঘটনার পর রোগীর স্বজন ও এলাকাবাসী চিকিৎসক এম এ জামানকে অবরুদ্ধ করে রাখে। 

দৌলতপু থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান এ ব্যাপারে একটি অভিযোগ পাবার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে জানতে পারে পরস্পর ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনার উদ্ভব হয়েছিল। পরবর্তীতে তা উভয় পক্ষ সমঝোতা করে নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।    

এবিএন/জহুরূল হক/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ