আজকের শিরোনাম :

কাউখালীতে মা ইলিশ শিকারের অপরাধে কারাদণ্ড ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ১৯:৫৮

পিরোজপুরের কাউখালীর কচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কচা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে আটক করা হয়। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত এদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হক।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার চিরাপাড়া গ্রামের খলিলুর রহমান  এর পুত্র ফয়সাল ও সুবিদপুর গ্রামের মাহবুব সরদার এর পুত্র কাওছার।  এ সময় তাদের কাছ থেকে ০৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত জাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হক এর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়।  


এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ