দুর্গাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ২০:৩৭

নেত্রকোনার দুর্গাপুরে ‘জীবনের আগে জীবিকা নয়-সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ:অধ্যাপক দিলোয়ারা বেগম, আব্দুল আজিজ, নাসরিন হেলালী, লিয়াকত আলী, প্রভাষক আলী আকবর আকন্দ, শামীম আজাদ, লিপা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সড়ক যেন মৃতুর না হয়ে শান্তির হয়। দেশকে এগিয়ে নিতে হলে, নিরাপদ সড়কের কোন বিকল্প নাই। সারাদেশে বছরে প্রায় ১২শ লোক প্রান হারায় সড়ক দুর্ঘটনায়। এ বিষয়ে সকলকে সচেতন করতে সরকারের পাশাপাশি সকলকে এক হয়ে কাজ করতে আহবান জানান।  


এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ