আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে মরা গাছ ভেঙ্গে পড়ার আশংকায় যানবাহন চলাচলে বিঘ্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১৯:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ-ভুইয়গাঁতী আঞ্চলিক সড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে মরা ও ঝড়ে ক্ষতিগ্রস্থ শতাধিক গাছ ভেঙ্গে পড়ার আশংকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিদিন ছোটখাট দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, এ জনগুরুত্বপূর্ণ সড়কে প্রতিনিয়ত বাস-ট্রাক, সিএনজি, রিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল, ছাত্র/ছাত্রীসহ অসংখ্য পথচারী প্রতিনিয়ত যাতায়াত করে।

 কিন্তু ওই সড়কের দু’পাশের ছায়াদানকারি গাছগুলোর মধ্যে শতাধিক আকাশমণি, ইউক্যালিপ্টাস ও শিশু গাছ মরে গিয়ে এবং সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে পথচারী বা গাড়ীর ওপর পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পথচারী মরা গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত হয়েছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বন বিভাগের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গাছগুলো স্থানীয় সমবায় সমিতি ভিত্তিক লাগানো হয়েছে। এ কারণে গাছগুলো অপসারণের দায়িত্ব সমিতি কর্তৃপক্ষের। তবে সংশ্লিষ্ট প্রশাসন, জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে গাছগুলো অপসারণের ব্যবস্থা নিতে পারেন।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গাছগুলো অপসারনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


 এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ