আজকের শিরোনাম :

তারাগঞ্জে কীটনাশক ব্যবহার করে ফসল পুড়ে ছাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১০:৫৫

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কৃষকের ধানক্ষেত পুড়ে ছাই। 

জানা গেছে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামানিক পাড়া (নদীর পাড়) গ্রামের সাইদুল ইসলাম কৃষকের প্রায় অর্ধ একর জমিতে ধান চাষেই তার শেষ সম্বল। তার উপর নির্ভর করে তার পরিবার। একমুঠো ভাতের জন্য তাকে রিক্সা চালাতে হয়। দিনমজুর সাইদুল চলতি আমন মৌসুমে তার ধানের পরিচর্যা নেন। তার বাড়ীর নিকটতম চিলাপাক বাজার, সেখানে দীর্ঘদিন থেকে মাদ্রাসা শিক্ষক ইব্রাহিম মিয়া কীটনাশকের ব্যবসা করে আসছেন। বিশ্বাস করেই তার দোকান থেকে কীটনাশক কিনে তার জমিতে দেন। প্রায় তিন দিনে তার ধানক্ষেত পুড়ে যায়। 

এলাকাবাসী অভিযোগ করে বলেন ইব্রাহিম মাস্টার প্রায় ত্রিশ বছর যাবত কীটনাশকের ব্যবসা করে আসছেন। খালি চোখে কম দেখতে পান, কীটনাশকের পরিবর্তে আগাছা নাশক দিয়েছে, আজ সাইদুলের কপাল পুড়ে ছাই। আগেও একই ঘটনা ঘটে ছিল।
সয়ার ইউপি চেয়ারম্যান এসএম মহিউদ্দিন আজম কিরন বলেন বৈধ ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স তার আছে কিনা তা আমার জানা নেই। 

কৃষি অফিসার অশোক কুমার বলেন আমি ঘটনাটি জেনেছি, তবে আমার কোন লাইসেন্সধারী কীটনাশক ব্যবসায়ী ওই এলাকায় নাই।

এবিএন/বিপ্লব হোসেন অপু/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ