আজকের শিরোনাম :

সিরাজগঞ্জ হাসপাতালের চার দালালের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১৭:১০

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার অভিযোগে ৪ দালালকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এই কারাদন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেপুর মহল্লার মৃত উবার শেখের ছেলে আনোয়ার শেখ (৪২), মৃত বাহাদুর শেখের ছেলে মামুন শেখ (৩৬), বিষা শেখের ছেলে লাভলু ওরফে লাবু (৪৭) ও মালশাপাড়া মহল্লার হাসিনুর শেখের ছেলে শহীদুল শেখ (৪২)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলের দিকে ওই হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই ৪ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিন করে উল্লেখিত দন্ডাদেশ দেয়া হয়। এ সময় গোয়েন্দা পুলিশের এসআই মনিরুজ্জামান, পৗর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ অনান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ