আজকের শিরোনাম :

যমুনায় বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১৬:২০

সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এই দন্ডাদেশ দিয়েছেন।

 ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  জেলহক নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ