আজকের শিরোনাম :

তারাগঞ্জে ফার্মাসিস্ট রিপ্রেজেনটিভদের মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১৩:৪৭ | আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৩:৪৯

রংপুরের তারাগঞ্জে কেন্দ্রীয় ফার্মাসিস্ট রিপ্রেজেনটিভ এসোসিয়েশন (ফারিয়ার) কর্মসূচির ন্যায় তারাগঞ্জ ফারিয়ার আয়োজনে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে দাড়িয়ে ওই মানববন্ধন পালন করেন ফারিয়ার সদস্যগণ। 

মানববন্ধনে তারাগঞ্জ ফারিয়ার সভাপতি হায়দার কবির লিটন বক্তব্যে বলেন আমাদের সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী  ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামজস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান করতে হবে। 

ফারিয়ার সম্পাদক মনোয়ার হোসেন বলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটিভ এসোসিয়েশন (ফারিয়াকে) সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান নিয়ে সকল দাবি কার্যকর করতে হবে। এ ছাড়াও ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন এসএম সাজেদুল, মজিবর রহমান, শাহ আলম, ফরহাদ হোসেন, আলমগীর হোসেন, মিন্টু মিয়া, এরশাদ আলী, রবিউল ইসলাম, তৈয়ব আলী, আতিক হাসান, মহানন্দ রায়, তাপস কুমার প্রমূখ।

এবিএন/বিপ্লব হোসেন অপু/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ