আজকের শিরোনাম :

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ১৯:৫৫

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ব্হৃস্পতিবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

 ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার হার্টপয়েন্ট এলাকায় যমুনা নদীতে অভিযান চালায়  ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আঃ হাকিম নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ