আজকের শিরোনাম :

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৯:০৬ | আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৯:০৯

রাজধানীর পল্লবী থেকে বিশেষ অভিযান চালিয়ে নয়টি আগ্নেয়াস্ত্রসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটে র‌্যাব-১০ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার পল্লবীর  মিরপুর-১২ এলাকায়। এ সময় ৭টি একনলা বন্দুক,  একটি  দো-নলা বন্দুক, একটি শর্টগান ও বিভিন্ন রংয়ের ৮৫ রাউন্ড (সীসা) কার্তুজসহ আট ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন- আবু তালেব (৩৯), ইয়াছিন আলী (৪৬), আবু বাক্কার (৩৫), মোকলেছুর রহমান (৩৮), আব্দুর রাজ্জাক (৩৯), ছারোয়ার আলম (৩৩), হামিদুল ইসলাম (৩৬) ও মোরশেদুল ইসলাম (৩৪)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি একনলা বন্দুক লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র। আর বাকি আগ্নেয়াস্ত্রগুলো নওগাঁ জেলা থেকে লাইসেন্স করা হলেও আটক ব্যক্তিরা রাজধানীর একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার কাজে আগ্নেয়াস্ত্রগুলো অবৈধভাবে ব্যবহার করে আসছিল। এছাড়াও একটি শটগান একজনের নামে লাইসেন্স করা হলেও অন্য ব্যক্তি ব্যবহার করে আসছে।

আটকদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র‌্যাব।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ