আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে কৃষিজমিতে পোকা সনাক্তে আলোক ফাঁদ স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১৭:১১

সিরাজগঞ্জে আমন মৌসুমে কৃষিজমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করতে ধানের জমিতে আলোক ফাঁদ স্থাপন করে উপকারী ও ক্ষতিকর পোকা নির্ণয় কর্মসূচি শুরু করা হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক হাবিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান চলতি আমন মৌসুমে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় এবার ৬৯ হাজার হেক্টর জমিতে এই আমন ধান চাষাবাদ করা হয়েছে। কৃষকের আমন ধানক্ষেতে যেন পোকার আক্রমণ না হয় সেজন্য কৃষি মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও এই উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় কর্মসূচি শুরু করা হয়েছে। ইতিমধ্যেই জেলার অধিকাংশ অঞ্চলে সপ্তাহে ৩/৪ দিন করে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ। এ কর্মসূচি শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়াও পড়েছে। 

গতকাল বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলা কৃষি বিভাগের উদ্যেগে ওই আলোক ফাঁদ কর্মসূচি পালন করা হয়। 

এ কর্মসূচির অংশ হিসেবে বারুহাস ইউনিয়নের আসানবাড়ি গ্রামে এ আলোক ফাঁদের উদ্বোধন করেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা। 

তিনি সাংবাদিকদের বলেন ফসলী জমিতে বিভিন্ন ধরনের উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি পর্যবেক্ষণ ও করণীয় সম্পর্কে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং এ বিষয়ে ধারণা দেওয়ার জন্য ওই আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। 

এ সময় সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

এবিএন/এসএম তফিজ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ