আজকের শিরোনাম :

গাইবান্ধায় ইলিশের প্রজনন রক্ষায় কারেন্ট জাল জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১৫:৪৬

সরকার ঘোষিত ইলিশ মাছ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করা হয়। 

সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত ওই অভিযানকালে ব্রহ্মপুত্র নদ থেকে ২ হাজার মিটার জাল ও এক কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জালগুলো বালাসীঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাইসহ মৎস্য অফিসের কর্মী। 

মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জানান এ সময় অনেক জেলে দ্রুত গতির নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ায় তাদের মাছসহ আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত থাকবে।
 
এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ