ফরিদপুরে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১৪:২৩

বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার এসএসসি এইচএসসির পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের হাতে আশা এনজিওর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরের শহরের জেলা পরিষদ মিলনায়তন জসিমউদ্দিন হলে ২৩ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

আশার ডিভিশনাল ম্যানেজার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী শাহজাহান মিয়া। 

এ সময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, আশার কেন্দ্রীয় (প্রোগ্রাম) কর্মকর্তা শাঁওলী ঝর্ণা, স্থানীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাসানউজ্জামান, আশার এডি মোতাহার হোসেন প্রমূখ। 

বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে আশার পক্ষ থেকে ১১ হাজার টাকা প্রদান করা হয়।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ