আজকের শিরোনাম :

বাউফলে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথা ন্যাড়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১২:৫২

পটুয়াখালীর বাউফলে যৌতুক না দেয়ায় দফায় দফায় নির্যাতন চালিয়ে বটি দিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী তাপস চন্দ্র হাওলাদার। ন্যাড়া মাথার চুল পলিথিনের ব্যাগে পেচিয়ে বিচারের আশায় স্বামীর বাড়ী থেকে পালিয়ে পৌর শহরে সন্ধায় ডাকবাংলোতে আসলে স্থানীয় লোকজনের ভিড় পড়ে যায়। ওই সময় গৃহবধূ প্রিয়াঙ্কার কান্নায় উপস্থিত লোকজন বিস্মিত হয়ে পড়েন। 

জানা গেছে উপজেলার আদাবাড়িয়ার ইউপির হাজিরহাট বাজারের সুশিল চন্দ্র কর্মকারের কন্যা প্রিয়াঙ্কাকে নগদ তিন ভরি স্বর্ণ এবং নগদ দেড়লাখ টাকা যৌতুক দিয়ে ২০১২ সালের বৈশাখ মাসে বিবাহ দেন কালাইয়া ইউপির প্রিয়লাল মন্ডলের পুত্র তাপস চন্দ্র মন্ডলের সাথে। বিবাহের কিছুদিন যেতে না যেতেই কারণে অকারণে তার ওপর নির্যাতন চালায় স্বামী তাপস। স্বামীর ঘর ও নিজের জীবন বাঁচাতে বাবার কাছ থেকে দফায় দফায় প্রায় এক লাখ টাকা আনেন। 

প্রিয়ঙ্কার অভিযোগ তার স্বামী তাপস একটা প্রাইভেট টাইগার কোম্পানিতে এসআর পদে চাকরী করেন। কিন্তু সে প্রায় রাতেই নেশা করে বাড়ীতে ফিরে তাকে নির্যাতন চালায় যৌতুকের জন্যে। গত মঙ্গলবার সকালে প্রিয়ঙ্কার কাছে গাড়ী কেনার জন্যে ৫০ হাজার টাকা  চায়। ওই টাকা না পেয়ে তাকে মারধর করে প্রথমে বটি দা দিয়ে মাথার চুল ন্যাড়া করে দেয়। পড়ে সে স্থানীয় সেলুন থেকে নরসুন্দর ডেকে এনে সম্পূর্ণ মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখে। 

গতকাল বুধবার সন্ধায় তার বাবা মাকে খরব দিয়ে কৌশলে ঘর থেকে বের হয়ে বাউফল ডাকবাংলোর সামনে এসে উপস্থিত লোকজনের সামনে বিচারের আশায় কান্নায় ভেঙ্গে পড়েন। 

এ বিষয়ে স্বামী তাপস চন্দ্র মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান আমার স্ত্রীর মাথায় অতিরিক্ত উকুন হওয়ার কারণে সে নিজে মাথা ন্যাড়া করেছে। 

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন এ ব্যাপারে থানায় মামলা হয়েছে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি তাপস চন্দ্র মন্ডলকে আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী কোটে প্রেরণ করা হয়েছে । 

এবিএন/মো. দেলোয়ার হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ