আজকের শিরোনাম :

ফরিদপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ১৩:৫৭

আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ এর বাস্তবায়নে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। 

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ্ মো. আহ্সান, জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের প্রশিক্ষণ অফিসার গোপাল কৃষ্ণ দাস, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবিএন/রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ