আজকের শিরোনাম :

মদনে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল জেএসসি পরীক্ষার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ১১:৪৬

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কেশজানি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। 

তিনি মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের আরাধনের মেয়ে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ের আয়োজন চলছে শোনে ঘটনাস্থলে যান। এ সময় বর কনের বাড়ীতে আসেনি। বাল্যবিয়ের কূফল সর্ম্পকে বাবা ও মাকে ডেকে এনে বিয়েটি বন্ধ করতে বলেন ইউএনও। তখন অসহায় প্রতিবন্ধী মেয়ের বাবা আরাধন অর্থনৈতিক অনটনের কারণে মেয়েকে পড়াতে পারছে না বলে বিয়ে দিচ্ছে জানায়। 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মেয়ের লেখাপড়ার খরচের দায়িত্ব নিলে বাবা-মা বিয়ের সব আয়োজন বন্ধ করে দেয়। 

গতকাল মঙ্গলবার থেকে জেএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে ইউপি চেয়ারম্যান ইউএনওকে আশ্বস্ত করেন। 

মেয়েটি যথারীতি গতকাল মঙ্গলবার জেএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে প্রধান শিক্ষক আলী আহম্মেদ জানান। 

ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েল জানান বাল্যবিয়ের কুফল সম্পর্কে তাদেরকে বুঝিয়ে মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলে মা-বাবা বিবাহ বন্ধ করে দেয়। 

ইউএনও মো. ওয়ালীউল হাসান বলেন বাল্যবিয়ের সংবাদ পেয়ে গত সোমবার রাতে আরাধনের বাড়ীতে যাই। তাদেরকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করলে তারা বিয়ে বন্ধ করে দেয়। মেয়েটির পড়ালেখা ও বিয়ের দায়িত্ব ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল নিয়েছেন। 

এবিএন/তোফাজ্জল হোসেন/গালিব/জসিম 


 

এই বিভাগের আরো সংবাদ