আজকের শিরোনাম :

আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১৮:৩০

নেত্রকোনার আটপাড়ায় গতকাল সোমবার উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ৫৩টি ভোট কেন্দ্রে ২৪৪টি বুথে ৫৩ জন প্রিজাইডিং অফিসার, ২৪৪ জন সহকারী প্রিজাইডিং, ৪৮৮ জন পোলিং ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন। মোট ভোটার সংখ্যা ১০৮৯৭৭ জনের মধ্যে ভোট প্রদান করেছেন ৫০০৬৫ জন।

চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাজী মো: খায়রুল ইসলাম ২২২০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীক নিয়ে মো: হুমায়ুন কবীর লিটন ১৩২৪১ ভোট পান। অপর দিকে বিএনপি’র মনোনীত প্রার্থী তৌছিফুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ১০৭৭৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে মো: মিজানুর রহমান খান নন্দন তালা প্রতীক নিয়ে ১৭৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি অমর কৃষ্ণ দেবনাথ টিয়া পাখি প্রতীক নিয়ে ৯৪৮৮ ভোট পান এবং ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তানিয়া নাজনীন চৌধুরী রেখা প্রজাপ্রতি প্রতীক নিয়ে ২৪৯৯২ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিটকতম প্রতিদ্বন্দ্বি আইরিন সুলতানা কলসি প্রতীক নিয়ে ১৩১৩২ ভোট পেয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার জিন্নাত আরা স্বাক্ষরিত বেসরকারি ফলাফল লিখিত ভাবে ঘোষণা করেন।  
 

এবিএন/আসাদুজ্জামান খান সোহাগ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ