কাপাসিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১৮:০২

নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের মতো কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ১৭৯ টি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি এবং শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখানো হয়।

কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ হলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার আওয়াত নিয়ে আসা এবং সচেতনতা বৃদ্ধি করা।

প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন জানান, সঠিত ভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে পারলে প্রায় ২০টি রোগের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে।
 

এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ