আজকের শিরোনাম :

দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১৬:২৯

দুর্গাপুরে সারা দেশের ন্যায় নানা আয়োজনে ১৩তম বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে সকাল ১১টায় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ ও উত্তর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে দিবস কেন্দ্রীক আলোচনা করেন অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারসহ অধ্যাপক দিলোয়ারা বেগম, আব্দুল আজিজ, নাসরিন হেলালী, লিয়াকত আলী, আলী আকবর আকন্দ। 

অপরদিকে উত্তরগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক নকুল চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে আলোচনা করেন স্কুল শিক্ষক স্ব্রুত দাস, মিজানুর রহমান, হাসিনা আক্তার, নাজনীন সুলতানা প্রমূখ। 

বক্তারা বলেন ২০০৮ সালে সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং পার্টনারশিপে সর্বপ্রথম হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ দিনটি উদযাপনের সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবছর ১৫ অক্টোবর দিনটি উদযাপনের বিষয়টি অনুমোদিত হলে বিশে^র সাথে বাংলাদেশেও একযোগে পালিত হয় এ দিবস। 

এ লক্ষে হাত ধুয়ে খাদ্য গ্রহণের অভ্যাগ শুরু করার জন্য সকলকে আহবান জানানো হয়।  

এবিএন/তোবারক হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ