আজকের শিরোনাম :

জগন্নাথপুরে এক বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অনুপস্থিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১৩:১১ | আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৩:১২

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাছমিনা জহুরা রনি এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। 

শারীরিক অসুস্থতা দেখিয়ে চিকিৎসার জন্য এক মাসের ছুটি নিয়ে তাছমিনা জহুরা রনি বিদ্যালয় ত্যাগ করে আর ফিরে আসেননি। প্রায় এক বছর অতিবাহিত হলেও ওই শিক্ষিকা বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় সংশ্লিষ্ট কর্তপক্ষের বিরুদ্ধে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী। 

দীর্ঘ অনুপস্থিতির কারণে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রায় সময়ই প্রধান শিক্ষক আতাহার উদ্দিন দাপ্তরিক কাজে বাহিরে থাকতে হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ  ৩ জন শিক্ষক ও ১শ ৫৫ জন শিক্ষার্থী রয়েছেন। 

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার উদ্দিন জানান শিক্ষিকা তাছমিনা জহুরা রনি এক মাসের মেডিকেল ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসছেন না। তার অনুপস্থিতির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে অবহিত করা হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান সহকারী শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এবিএন/রিয়াজ রহমান/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ