আজকের শিরোনাম :

গাড়িতে পিষ্ট হয়ে রুমায় এক কিশোরের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০১৮, ১৬:৪৮

রুমা (বান্দরবান), ২২ জুন, এবিনিউজ : বান্দরবানের রুমায় বেথেল পাড়া নামক এলাকায় আজ শুক্রবার দুপুর ১ টার দিকে একটি বালুর জীপ এবং নির্মাণাধীন গীর্জার দেয়ালে পিষ্ট হয়ে লালথাংলিয়ান বম (১৬) নামের এ কিশোরের মৃত্যু হয়েছে, সে  ২ নং রুমা সদর ইউনিয়ন পরিষদের  ৪নং ওয়ার্ডের মেম্বার রামচন বম এর সন্তান।

জানা যায় মৃত কিশোর একই গাড়িতে হেল্পার এর কাজ করছিলো এবং সে গাড়ির পেছনে ঝুলে ছিলো, জীপটি বালু ফেলতে পিছন দিকে অগ্রসর হলে গীর্জার দেয়ালের সাথে ধাক্কা লাগে, এতে সে সেখানেই পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে। গাড়ি হতে নামার কোন সুযোগ বা নির্দেশ সে পায়নি।

জীপটির ড্রাইভার ছিলো একই পাড়ার জারেমলম বম এর ছেলে লালদতঙাক (২৫) নামের একজন তরুন, তার কোন ড্রাইভিং লাইসেন্স ছিলোনা, জানা যায় গাড়িতে হেল্পার এর কাজ করতে করতে সে গাড়ি চালনা শিখেছে বেশিদিন হয়নি। ড্রাইভার এখন পলাতক রয়েছে। অদক্ষ ড্রাইভারের উপর গাড়ির দায়িত্ব ছাড়াও গাড়ির কোন নেমপ্লেট ছিলোনা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান মামলা হলে গাড়িরর মালিক এবং ড্রাইভারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/চনুমং মারমা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ