আজকের শিরোনাম :

চকরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত রাখা, ছিনতাইকারীমুক্ত করা পুরো উপজেলার গ্রামীণ জনপদকে মাদক ব্যবসা ও সেবীমুক্ত করাসহ বিভিন্ন বিভিন্ন উঠেছে  কক্সবাজারের চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত সভায় এসব কথা উঠে।

সদস্যরা আরো বলেন, শিক্ষা প্রতিষ্টান কেন্দ্রীক আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়িয়ে ইভটিজিংয়ের শিকার থেকে ছাত্রীদেও রক্ষা করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে সপ্তাহে একবার নৈতিক অবক্ষয় রোধ ও দেশপ্রেমে উদ্বৃদ্ধকরণ ক্লাস নেয়ার আহবান জানানো হয়।

এসব দাবি তুলে বক্তব্য রাখেন- জেলা আওয়ালীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা হাজি আবু মো.বশিরুল আলম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ প্রমুখ।

এসব প্রশ্নের করণীয় ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন-সভার প্রধান অতিথি কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। সভার সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান।

সভার শুরুতে বিগত মাসের সভার কার্যবিবরণী উপস্থাপন করেন চকরিয়া উপজেলা সহকারি কমিশানার (ভুমি) মো.তানভীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি, চকরিয়া দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.নোমান, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মো.সালাহউদ্দিন, চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।


এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ