আজকের শিরোনাম :

ঘাটাইলে বেতন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১১:২৯

বেতন বৈষম্য নিরসনের দাবিতে আজ সোমবার (১৪ অক্টোবর) থেকে কর্মবিরতি শুরু করেছে ঘাটাইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের ১৪টি সংগঠন সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমরান হোসেন জানান প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। 

সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একযোগে এ কর্মসূচি পালন করছে। 

আজ ১৪ অক্টোবর সকাল ১০টা বেলা ১২টা পর্যন্ত, ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা একটা পযন্ত, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। দাবি আায় না হলে শিক্ষকরা ২৩ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবে বলে জানান শিক্ষক নেতারা।

এবিএন/নজরুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ