আজকের শিরোনাম :

উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১৫:০৬

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এ শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।  

আজ রবিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভার এন্ড ইনিশিয়েটিভ, এমজেএসকেএস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় উপজেলা পরিষদ চত্ত্বরে নারী সংগঠন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। 

পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল সুলতান জুলকার নাইন কবির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা প্রমূখ। 

এবিএন/আব্দুল মালেক/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ