আজকের শিরোনাম :

তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১৪:৪৯

"নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

তাড়াইল উপজেলা প্রশাসন  দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) তাড়াইল এর উদ্যোগে আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহম্মেদ, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মবিন, তাড়াইল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন্দ্র সরকার, অফিস সহকারী মো. আনিছুজ্জামানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনের ছাত্র- ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ