আজকের শিরোনাম :

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১৩:২১

নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। 

কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, ফরিদপুর ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মমতাজ উদ্দিন আহমদ, জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাইদুর রহমান, এ কে কের নির্বাহী পরিচালক এম এ জলিল, ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন মাস্টার নূরুল আলম দুলাল। 

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ