আজকের শিরোনাম :

তালায় লিগ্যাল এইড বিষয়ে কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ২০:০৩

সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে ও সাতক্ষীরার আদালতের সহকারী জজ ইয়াসমিন নাহারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শাহিনুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি মোঃ আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি এড. তপন কুমার দাস,তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাট সার্কেল) মোঃ হুমায়ুন কবীর,তালা থানার ওসি মেহেদী রাসেল,পাটকেলঘানা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ প্রমুখ।

উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তাল্ াউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফার রহমান,

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, আওয়ামী লীগনেতা বিশ্বাস আতিয়ার রহমানসহ সরকারী কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ঈমাম,পুরাহিত,এনজিও প্রতিনিধি প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, গরিব-দুঃখী মানুষের আইনের সহায়তা পাওয়া মৌলিক অধিকার। টাকার অভাবে আর কোন গরিব-দুঃখী মানুষ বিচার থেকে বঞ্চিত হতে হবে না। তাদেরকে  আইনি সহায়তা করবে আইনগত সহায়তা প্রদান কমিটি।
 

এবিএন/সেলিম হায়দার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ