আজকের শিরোনাম :

রাঙ্গাবালীতে পুলিশের কাজে বাঁধা দেয়ায় যুবকের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ১৩:৫৯

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুলিশের কাজে বাঁধা দেয়ায় এক যুবককে ৩ মাসের কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল শুক্রবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফাকুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত যুবকটি হলো উপজেলার নিজ হাওলা গ্রামের বাবুল মীরের ছেলে মো. পরান মীর।

স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় গতকাল শুক্রবার বিকেলে রাঙ্গাবালী থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে যায়। এ সময় আসামিকে গ্রেফতারে বাঁধা দেয় পরান। একপর্যায়ে আসামিকে পালাতেও সহযোগিতা করে সে। 

এ কারণে পুলিশ পরানকে আকট করলে পুলিশকেও লাঞ্চিত করার চেষ্টা করেন পরান। পরে সন্ধার দিকে ভ্রম্যমাণ আদালত পরানকে সাজা প্রদান করেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান সরকারী কাজে বাঁধা দেয়ায় দন্ডবিধি ১৮৬ ধারায় তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ