আজকের শিরোনাম :

চকরিয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ১০:৪৭

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে তৃণমূলের মুজিব সেনাদেরও সততা ও নিষ্টার সাথে কাজ করতে হবে। দেশের উন্নয়ন হলে প্রতিটি নাগরিকেই উন্নয়ন হবে। 

সভায় সাংগঠনিক বিষয়ে বক্তারা বলেন আওয়ামী লীগের সভানেত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ করতে হবে সবাইকে। আওয়ামী লীগের সুনাম বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সকল বিভেদ ভুলে এককাতারে আবদ্ধ হতে হবে সবাইকে। যারা ত্যাগী ও সাংগঠনিকভাবে কাজ করবেন তাদেরকে দলে মূল্যায়িত করতে হবে। 

গতকাল বুধবার বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপি। 

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র। 

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুব আলম মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মাহামুদ মিথুন, বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ, সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান, টেকনাফ উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান ইউনুছ বাঙ্গালী।

তৃণমূলের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত ওসমান চেয়ারম্যান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রুস্তম শাহরিয়ার ও সভাপতি বাদল কান্তি শর্মা, বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক শফিকুর রহমান, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন, কৈয়ারবিল সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, লক্ষ্যারচরের সভাপতি রেজাউল করিম সেলিম, চিরিংগার সভাপতি জামাল চৌধুরী, হারবাংয়ের সভাপতি মিরানুল ইসলাম চেয়ারম্যান, বরইতলীর সভাপতি মাস্টার বেলাল উদ্দিন, ফাসিয়াখালীর সাধারণ সম্পাদক নুরুল আবছার। 

সভায় বৃহত্তর বরইতলী ইউনিয়নের পহরচাঁদাকে সাংগঠনিক ইউনিয়ন ঘোষনা দিয়ে কমিটি করার প্রস্তাব দেয়া হয়।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ