আজকের শিরোনাম :

যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের স্বরণ করবে : ডেপুটি স্পিকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ১৭:৫৭

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মানুষ মুক্তিযোদ্ধাদের স্বরণ করবে। কারণ পশ্চিমা শাসকগোষ্ঠির হাত থেকে দেশ ও বাঙ্গালী জাতিকে মুক্ত করতে ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদার আসনে অধিষ্টিত করেছিলো মুক্তিযোদ্ধারা। 

গতকাল গাইবান্ধার সাঘাটা উপজেলার দলদলিয়া গ্রামে ১৯৭১ সালের ২৪ অক্টোবর পাক-বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ১২ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর স্থানান্তরকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, যুদ্ধকালীন কমান্ডার আলহাজ শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, আজাহার আলী, মাহাবুর রহমান মোহাব্বত প্রমূখ। 

এর আগে শহীদদের গায়েবি জানাযা ও আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এবিএন/আসাদ খন্দকার/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ