আজকের শিরোনাম :

ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে দেশে সম্প্রীতি বজায় থাকবে : ডিআইজি দেবদাস ভট্রাচার্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯, ১৮:৩৭

বাংলাদেশ পুলিশ, রংপর বিভাগীয় রেঞ্জ এর জিআইডি  দেবদাস ভট্রাচার্য বলেছেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে দেশে সাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় থাকবে। দেশের মানুষ অনেক কষ্ট করে স্বাধীনতা এনেছে। অনেক ত্যাগ ও বিষর্জন এর বিনিময়ে আমরা এমন একটি দেশ পেয়েছি। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনার আমার সকলের।

তিনি গতকাল রবিবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে অবস্থিত মীরগঞ্জ র্সাবজনীন দুর্গাপুজা উদযাপন কমিটির বন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মীরগঞ্জ সার্বজনীন দুর্গাপুুুজা উদযাপন কমিটির সভাপতি মহানন্দ কুমার রায় এর সভাপতিত্বে বন্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। আলোচনা শেষে দুস্থদের মাঝে প্রধান অতিথি বস্ত্র বিরতণ করেন।


এবিএন/লিহাজ উদ্দীন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ