দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯, ১২:২৪

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সবধর্মের মানুষই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে। তাই যার যে ধর্ম তা নির্বিঘ্নে পালন করবেন এতে কারো কিছু বলার নেই। 

তিনি বলেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটি ধরে রাখতে হবে। তিনি দেশ ও জাতির উন্নয়নে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

তিনি গতকাল রবিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার  জুমাবাড়ি ও ভরতখালি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এসব বলেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহিউদদীন জাহাঙ্গীর, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন প্রমূখ। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ