আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে কুমারী পূজায় ৮ হাজার মানুষের সমাগম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ১৯:৫২

আজ শ্রীমঙ্গল শহর থেকে ১৪ কিলোমিটার দুরে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসবের প্রধান আকর্ষণ কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

আশীদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন ( জহর)  জানান, এ কুমারী পূজা দেখতে আজ সকাল থেকে কালীবাড়িতে ভক্তদের সমাগম ঘটতে থাকে। দুপুর ১২ টা নাগাদ হাজার হাজার মানুষের পদভারে মুখরিত হয়ে উঠে কালীবাড়ি প্রাঙ্গন। তিনি জানান, এবার কুমারীপূজায় প্রায় ৮ হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।

আশিদ্রোন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পূর্নেন্দু দেবনাথ জানান, এ বছর কুমারী পূজায় ১১ বছরের কিশোরী কন্যা রিশিতা চক্রবর্তীকে দেবীরুপে পূজা করা হয়। তিনি আরো জানান, দুপুর সোয়া ১২ টায় শুরু হয় পূজা। শেষ হয় পৌনে ১ টায়।

ব্যাপক আয়োজন, জাঁকজমকপূর্ণ পরিবেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী পুজা উপলক্ষ্যে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্হাও। এ সময় কালীবাড়ি এলাকা হাজার হাজার মানুষের পদভারে মুখরিত হয়ে উঠে।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ