আজকের শিরোনাম :

হবিগঞ্জে জন্মনিবন্ধন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ১৮:৩৮

‘জন্মসনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে নিমতলা থেকে  একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মর্জিনা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামসুজ্জামান,ডা. মুখলেছুর রহমান উজ্জল, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লাহ,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমূখ।
 

এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ