আজকের শিরোনাম :

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ১৫:৫১

শায়েস্তাগঞ্জ রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগনালের কাছে ট্রেনের ধাক্কায় সোহাগ মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র। নিহত স্কুল ছাত্র উপজেলার নছরতপুর গ্রামের অটোরিকশা চালক সেলিম মিয়ার ছেলে। 

আহত হয়েছে দুজন। তারা হলো একই গ্রামের আলমগীর মিয়ার ছেলে সায়েম ও কামাল মিয়ার ছেলে সামি। আহতদের সিলেটে প্রেরণ করা হয়েছে। শিক্ষার্থীরা শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

জানা যায় উপজেলার নছরতপুর থেকে একটি অটোরিকশা তিনজন স্কুলছাত্র নিয়ে ইসলামী একাডেমিতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামক স্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হচ্ছিল। 

এ সময় সিলেটগামী একটি লোকাল ট্রেন অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সোহাগ নিহত হয়। বাকীদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। 

খবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করে।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ