আজকের শিরোনাম :

মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর ‘গোলাগুলি’, নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ১০:২৬

মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দু’টি গুলি, দু’টি কার্তুজ ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন বাক্কা (৩০)। সে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

সদর উপজেলার বারাদী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী বলেন, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যান তারা। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ওই এলাকার কয়েকজন ব্যক্তি তার পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, গোলাগুলির ঘটনার কথা শোনার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে ইসমাইরল ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে রাতেই জানা যায়, সন্ত্রাসী দলের সঙ্গে সম্পর্ক ছিল ইসমাইলের। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ