আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে ‘পিট ভাইপার’ সাপ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ১৮:৫৫

আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল শহরতলির ইছবপুর এলাকা থেকে একটি বিষাক্ত সবুজ রঙের ‘পিট ভাইপার’ সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সাপটি এখন বন্যপ্রানী সেবাকেন্দ্রের একটি খাচায় রাখা হয়েছে।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গতকাল সকালে সাপটি ইছবপুর এলাকায় অবস্থিত কারিতাস টেকনিক্যাল স্কুলে ঢুকে পরে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে বন্যপ্রাণী সেবা কেন্দ্রে খবর দেওয়া হয়। পরে সজল দেব ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। তিনি জানান, সুবিধাজনক সময়ে সাপটি লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেওয়া হবে।
 
সজল দেব আরো জানান, বিষাক্ত এ সাপটি নিশাচর। তাই রাতের বেলা ঘুরে বেড়ায় বেশি। গাছে থাকলেও খাদ্যের প্রয়োজনে প্রায়ই মাটিতে নেমে আসে। ধীরগতি সম্পন্ন এ সাপ গিরগিটি, ব্যাঙ, পাখি ইত্যাদি খেয়ে জীবন ধারন করে। সাপটি সবুজ বনে থাকতেই পছন্দ করে। সাপটি সবুজ বলে সবুজ লতা-পাতায় নিজেকে মিশিয়ে ফেলে। তাই সচরাচর চোখে পরে না। ঝোপ-জঙ্গল, কৃষিজ জমি, বাঁশঝাড়, বন, চা-বাগান ইত্যাদিতে এর চলাচল বেশি।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ