আজকের শিরোনাম :

শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ১৯:৫০

বগুড়ার শেরপুরে ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শেরপুর উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, সমাজ সেবা কর্মকর্তা ওবাদুল হক, যুবউন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদযাপন করা হয়।


এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ