আজকের শিরোনাম :

বান্দরবানে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২

“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে জাতীয় কন্যা শিশু দিবস  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, র‌্যালিটিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।  পরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন।

এসময় অন্যান্যাদের মধ্যে সহকারি কমিশনার রতন কুমার অধিকারী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের প্রকল্প কর্মসুচী পরিচালক রুপনা দাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর উন্নয়নের মাধ্যমে আমাদের ভবিষৎ উন্নয়ন হবে,দেশের আগামীর উন্নয়নের জন্য আমাদের কন্যা শিশুর যত্ন ও সুন্দর আবাসস্থল গড়ে তুলতে হবে।
 

এবিএন/আব্দুর রহিম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ