আজকের শিরোনাম :

তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪১

কুমিল্লার তিতাসে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। নির্বাচিতরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান পদে কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আহাম্মদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা যুবলীগের আহ্বায়ক  মোসাম্মদ ফরিদা উয়াসমিন।

আজ সোমবার ৩০ সেপ্টেম্বর সিনিয়র জেলা নির্বাচন অফিসার,কুমিল্লা মোহা. জাহাঙ্গীর হোসেন স্বক্ষরিত গণ-বিজ্ঞপ্তি জারীর মাধ্যমে এই ৩ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে তাদের নাম ঘোষনা করেন ঘোষনা করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন  উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা,২০১৩ এর বিধি ১৭ এর অধীন বাছাইয়ের পর মনোনীত প্রার্থী অথবা বিধি ২০ এর অধীন প্রার্থীতা প্রত্যাহারের পর কুমিল্লা জেলার তিতাস উপজেলায় প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা একজন।

সেহেতু  চেয়ারম্যান পদে মো. পারভেজ হোসেন সরকার,ভাইস চেয়ারম্যান পদে মো.ফরহাদ আহাম্মদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ ফরিদা ইয়াসমিনকে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার,কুমিল্লা ও রিটার্নিং অফিসার,তিতাস উপজেলা পরিষদ,উক্ত বিধিমালার বিধি ২৪ এর উপ-বিধি ১ অনুযায়ী ৩টি পদে পৃথক পৃথক গণবিজ্ঞপ্তি জারী করে বিনা প্রদিদ্বন্দ্বিতায় তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী ২১ অক্টোবর ভোট গ্রহনের তারিখ ছিল। এনিয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন পারভেজ হোসেন সরকার।

উল্লেখ্য তিতাস উপজেলা প্রতিষ্ঠার পর ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বৃহত্তর দাউদকান্দি উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মরহুম এম এ খালেক সরকারের সাথে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন পারভেজ হোসেন সরকার। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও দলীয় অভ্যন্তরীন কোন্দলের কারনে বি এন পি’র প্রার্থী সালউদ্দিন সরকারের সাথে পরাজিত হন তিনি।
 

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ