আজকের শিরোনাম :

দশমিনায় ভিক্ষুক পুনর্বাসনের সামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪১

সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী ফলজ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে ফলজ বৃক্ষমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পটুয়াখালী-৩ (দশমিনা- গলাচিপা) আসনের সাংসদ এসএম শাহজাদা উদ্বোধন করেন। 

বৃক্ষমেলায় কৃষকদের মধ্যে ফলজ বৃক্ষ চারা বিতরণ করেন। পরে উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন ভিক্ষুকের পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামালসহ দোকান ঘর বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বনি আমিন খাঁন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার মো. মনিরুজ্জামান, দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম জালাল উদ্দিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসা. রুমা বেগম প্রমূখ। 

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সুধীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলার  রণগোপালদী ইউনিয়নের ৭ জন, আলীপুর ইউনিয়নের ৫ জন, বেতাগী সানকিপুর ইউনিয়নের ১১ জন, দশমিনা ইউনিয়নের ৮ জন, বহরমপুর ইউনিয়নের ৯ জনসহ ৪০ জন ভিক্ষুককে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। এর আগে ৩০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।  

এবিএন/সাইদুর রহমান সাইদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ