আজকের শিরোনাম :

নন্দীগ্রামে চলন্ত প্রাইভেট কারে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৮, ১৩:২২

রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় আগুনলাগা প্রাইভেট কার
নন্দীগ্রাম (বগুড়া) , ২০ জুন, এবিনিউজ : বগুড়ার নন্দীগ্রামে চলন্ত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার দিবাগত রাতে (বগুড়া-নাটোর) মহাসড়কের রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।  

পুলিশ সুত্রে জানা গেছে, বগুড়া শহরের কলেজ রোডের কালিতলা এালাকার আলহাজ্ব আব্দুল খালেক তার পরিবার নিয়ে রাজশাহী থেকে বগুড়া ফোরার পথে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছিলে হঠাৎ চলন্ত প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। টেরপেয়ে গাড়ীর যাত্রীরা দ্রুত নেমে পরে। 

বুধবার দুপুর ১২টায় কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রচন্ড গরমে গাড়ীর ইঞ্জিন গরম হয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে (বগুড়া-নাটোর) মহাসড়কের রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় কারটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান গাড়ীটি পুড়ে যাওয়ায় রেজিষ্ট্রেশন নাম্বার পাওয়া যায়নি। গাড়ীর রেজিষ্ট্রেশন নাম্বারে জন্য মালিক পক্ষর সাথে যোগাযোগ করা হচ্ছে। 


এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ