আজকের শিরোনাম :

উলিপুরে বাল্যবিবাহ, নারী-শিশু ধর্ষণ, নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২

কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় তবকপুর ইউনিয়নের সাদুল্লা গ্রামের কিশোর কিশোরী দলের উদ্যোগে র‌্যালীটি ওই ইউপি’র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালীতে এলাকার কিশোর কিশোরী ছাড়াও স্থানীয় নারী-পুরুষ, যুব দলের সদস্যসহ সোস্যাল সার্পোট কমিটির সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, তবকপুর ইউপি সদস্য মোছা. নুর সালমা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমান, প্রকল্প সহকারী রত্না রানী রায়, তবকপুর ই্উনিয়ন সোস্যাল সাপোর্ট কমিটির সভাপতি মো.ফজলুল হক, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ। এরপর উলিপুর-চিলমারী সড়কের মালেক মোড়ে এক প্রতিবন্ধী ধর্ষিতার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে।
 

এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ