আজকের শিরোনাম :

দিরাইয়ে হাওরে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুঠা হাওরে নৌকাডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।

দুর্ঘটনায় নিহত চার শিশু হলো- মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামিম (২), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবির মিয়া (৩), নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে সোহান (দেড়বছর) ও পেরুয়া গ্রামের ফিরোজ আলীর আড়াই বছরের ছেলে (অজ্ঞাত)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে লোকজন নৌকায় করে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাওয়ার পথে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) পেরুয়া গ্রামে ফিরোজ আলীর ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওয়ানা হন মাছিমপুরে থাকা তার স্বজনরা। পথে কালিয়াকুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে তার স্বজনদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে চার শিশুর মৃত্যু হয়, নিখোঁজ রয়েছেন আরো ৮-১০ জন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ