আজকের শিরোনাম :

ভূঞাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২২ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৪

"বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন করে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, প্রতিভা ছাত্র সংঘটনের উপদেষ্টা হাসান সরোয়ার লাভলি, সভাপতি জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক রেজুয়ানুল করিম রানা প্রমূখ। 

অনুষ্ঠানে আলোচকগণ বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন। 

আলোচনা শেষে শিক্ষার্থীরা শপথের মাধ্যমে এসব বিষয়কে লালকার্ড দেখান। পরে বিদ্যালয় প্রাঙ্গনে ওষুধি গাছ রোপন করা হয়।

এবিএন/কামাল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ