আজকের শিরোনাম :

জগন্নাথপুরের মিরপুর ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্দ : প্রচারনা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীরা নির্বাচনী প্রতিক পাওয়ার পর পরই এলাকায় গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা  করছেন।

চেয়ারম্যান  পদে মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল কাদির কে (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক শেরিন কে  (আনারসন), জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী আব্বাস মিয়া কে (লাঙল) ,আঞ্জুমানে আল ইসলাহ মনোনীত প্রার্থী শওকত হোসেন কে (চশমা) স্বতস্ত্র প্রার্থী সাহাব আলী কে (টেলিফোন) ও আলতাবুর রহমান আলতা কে ( মোটরসাইকেল) প্রতীক  বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের  সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে প্রতিক পাওয়ার পর পরই প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা ব্যস্থ হয়ে পড়েন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের নির্বাচনী প্রতিকের পরিচয় তোলে ধরে ভোট প্রার্থনা করছেন। আগামী ১৪ অক্টোবর  মিরপুর ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ