আজকের শিরোনাম :

ভূরুঙ্গামারীতে ফলদ বৃক্ষ মেলা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ফলদ বৃক্ষ মেলা-২০১৯ শুরু হয়েছে। ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  আয়োজনে ২৩-২৬ সেপ্টেম্বর  ৪দিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন  উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ,  উপজেলা কৃষি  অফিসার আসাদুজ্জামান।

অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফরিদা পারভীন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।


এবিএন/এ এস খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ